অবৈধ গ্যাসের অভিযানে উদ্ধার বিপুল সংখ্যক ইয়াবা , নারীসহ গ্রেফতার-২
বাসাবাড়িতে চলছিল তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান। বহুতল ভবনের ওপর থেকে হঠাৎ ম্যাজিস্ট্রেট-পুলিশ দেখে আতকে ওঠেন মাদক কারবারি। তল্লাশির ভয়ে মাদক ফেলে বাঁচার চেষ্টা করেন তারা। তবে শেষ পর্যন্ত ধরা পড়েন লাইন বিচ্ছিন্নকারী কর্মীদের সামনে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক ইয়াবা।
তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে অভিযান চালায় তিতাস। এ সময় বাসার গলিতে হঠাৎই ওপর থেকে ছোট ছোট কয়েকটি প্যাকেট নিচে পড়ে।
তিতাস কর্মীরা কাছে গিয়ে সেগুলোতে ইয়াবার অস্তিত্ব পান। পরে সেখান থেকে একটি প্রেসক্রিপশনের সূত্র ধরে বহুতল ভবনের উপরে তল্লাশি চালায় পুলিশ। এ সময়, একজন নারীসহ দু'জনকে আটক করা হয়। পুলিশ বলছে, কক্সবাজার থেকে বার্মিজ আচারের প্যাকেটে করে ইয়াবা এনে বিভিন্নস্থানে সরবরাহ করতো চক্রটি। প্রাথমিকভাবে আটক মানিক মাদক সেবনের কথা স্বীকার করলেও ব্যবসার কথা অস্বীকার করেন।
পরে এ ঘটনায় গণনা করে তিন হাজার পিস ইয়াবা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন, কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, এদিকে, আটক স্বর্ণা আক্তার (২৩), মানিক হোসেন (২৮) ও পলাতক আলিফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ বলেন, অভিযানে ২০টি ভবনের আড়াই শতাধিক সংযোগ বিচ্ছিন্ন ও ৬ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।