আর্কাইভ থেকে এশিয়া

ক্যাবল কার ছিঁড়ে ৯০০ ফুট উঁচুতে ঝুলছে ৬ শিশু

পাকিস্তানে পাখতুনখোয়ায় পাহাড়ি এলাকায় ক্যাবল কারের তার ছিঁড়ে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১২শ ফুট উঁচুতে ঝুলছে ৬ শিশুসহ আটজন। সামরিক হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চলছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ক্যাবল কারের তার ছিঁড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, শিশুরা মঙ্গলবার ক্যাবল কারে চড়ে স্কুলে যাচ্ছিল। সকাল ৯টায় ক্যাবল কারের একটি তার ছিঁড়ে যায়। সেখানে আটকা পড়েছেন ৬ স্কুল শিক্ষার্থীসহ ২ শিক্ষক। যেকোনো সময় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। এতে সবারই প্রাণহানির শঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় লোকজন দ্বারা নির্মিত ক্যাবল কারটি স্কুল শিক্ষার্থীদের চলাচলের জন্য ব্যবহৃত হয়। সকালে পাহাড় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাড়িটি রওনা হয়। অপর প্রান্তে পৌঁছানোর আগে ছিঁড়ে যায় একটি তার। হাজার ফুট উঁচুতে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে গাড়িটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।

জানা যায়, পুরো বিষয়টি নিয়ে খোঁজ রাখছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার। পুরনো ও অনুমোদনহীন ক্যাবল কার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন