প্রক্সিতে সুযোগ পাওয়া রাবি শিক্ষার্থীর ভর্তি বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। একই সাথে সহযোগী ৩ জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ভর্তি বাতিল হওয়া পরীক্ষার্থী হলেন মো. আহসান হাবীব। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হয়েছিলেন। তাকে অর্থের বিনিময়ে সহায়তা করে সাময়িক বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী মো. শাতোয়ান সিদ্দিক প্রাঙ্গণ, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের মাহিবুল মোমিন সনেট, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের মো. রাজু আহমেদ। তারা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী।
এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হতে আসেন আহসান হাবিব। ভর্তি হয়ে ভবন থেকে বের হয়ে আসলে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি আহসান হাবীবকে অপহরণ করে শের-ই-বাংলা হলের তৃতীয় তলায় আটকে রেখে মুঠোফোনে তার বাবার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় ছাড়া পান ও ভর্তি জালিয়াতির কথা স্বীকার করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে জড়িতদের নামে মামলা করেন।