আর্কাইভ থেকে ফুটবল

বলছেন প্রতিপক্ষের কোচ, মেসিকে আটকানোর চেষ্টা করা ‘বোকামি’

ইন্টার মায়ামিতে নাম লিখিয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলে ১০ গোল করার পাশাপাশি জিতেছেন একটি শিরোপা। একটি শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই আবারও আর্জেন্টাইন অধিনায়কের সামনে সুযোগ শিরোপা জয়ের।

আগামী বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে সিনসিনাতি এফসি। সেখানে জয় পেলেই ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে মায়ামি।

এই ম্যাচের আগে মায়ামিকে নিয়ে সিনসিনাতি কোচের প্যাট নোনানের দুশ্চিন্তা মেসিকে নিয়ে। মেসি ইস্যুতে রীতিমতো হাল ছেড়ে দিয়ে এই কোচ জানিয়েছেন মেসিকে আটকানোর চেষ্টা করাটা বোকামি।

নোনান বলেন, ‘মেসির ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে, গত দুই দশক ধরে সর্বোচ্চ স্তরের ফুটবলে খুব বেশি ক্ষেত্রে এটা করা সম্ভব হয়নি। আর যদি আশা করা হয় যে এর উত্তর আমাদের কাছে থাকবে, তবে সেটা বোকামি। সে এখনো শীর্ষ স্তরের ফুটবল খেলছে এবং বিশ্বকাপ জিতে এসে আরও উজ্জীবিত।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন