আর্কাইভ থেকে আবহাওয়া

মাটিতে নুয়ে পড়েছে সরিষা ক্ষেত

পঞ্চগড়ে সকাল থেকে সারাদিন ব্যাপি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে  প্রবল বাতাস । আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায় বাতাসে সরিষা ক্ষেতসহ উঠতি কিছু ফসল মাটিতে নুয়ে পড়েছে ।

এছাড়াও বিভিন্ন এলাকায় ছোটখাটো গাছপালা,বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়ায় জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যার পর কিছু কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হলেও। ঝড়োয়া বাতাসে কিছু কাঁচা ঘড়বাড়ি ও বেড়া ঘেড়া ভেঙ্গে পড়ে। 

গত কয়েক দিনের তুলনায় শুক্রবার পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও গুড়ি গুড়ি বৃষ্টি আর প্রবল বাতাসে নতুন করে শীতের তীব্রতা বেড়েছে।  পঞ্চগড় ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকড করা হয়। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আর ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা ও বৃষ্টিপাত রেকর্ড করে। কনকনে শীতে কাবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। 

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন