আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে করোনায় নেই মৃত্যু, শনাক্তের হার ২০.১৩ শতাংশ

চট্টগ্রামে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা না গেলেও শনাক্ত বেড়েছে। শনাক্ত হয়েছেন ৫৭৪ জন। এ নিয়ে মোট শনাক্ত এক লাখ ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।  

সিভিল সার্জন জানান, গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬২৫ জন। 

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন