৩০ মিলিয়ন প্রস্তাবেও ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে পেলো না লিভারপুল
দলবদলের বাজার খুলতেই উলভসে খেলা পর্তুগালের রুবেন নেভাসকে কিনতে চেয়েছিল লিভারপুল। কিন্তু তিনি যোগ দিয়েছেন আল হিলালে। ব্রাইটন থেকে ময়েজেস কেইসাডোকে কিনতে চেয়েছিল, কিন্তু তাকে টেনে নিয়েছে চেলসিকে।
এবার ব্রাজিলের ২২ বছর বয়সী মিডফিল্ডার আন্দ্রে ত্রিনদাদেকে প্রস্তাব দিয়ে প্রত্যাখান হয়েছে অল রেডসরা। সংবাদ মাধ্যম ইএসপিএন-এর মতে, আন্দ্রের জন্য ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ইংলিশ লিগের ক্লাবটি।
ফ্লুমিনেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে আন্দ্রেকে বিক্রি করবে না তারা। কারণ ব্রাজিল জাতীয় দলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া ফ্লুমিনেন্স কোচ ফার্নান্দো দিনিজের ‘জটিল ট্যাকটিকসের’ অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আন্দ্রে।
ব্রাজিল জাতীয় দলেও ডাক পেয়েছেন আন্দ্রে। এরই মধ্যে একটি ম্যাচ খেলেছেন। লিভারপুল তাকে ফ্যাবিনহোর জায়গা পূরণে কার্যকরী মনে করছে। কিন্তু ফ্লুমিনেন্সের লক্ষ্য আগামী মৌসুমে তাকে আরও আকর্ষণীয় দামে বিক্রি করা।