আর্কাইভ থেকে বাংলাদেশ

রামেকে করোনা উপসর্গে প্রাণ গেলো দুইজনের

গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে (রামেক) করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গেলো শুক্রবার টানা ১৫ দিন পর মৃত্যুশূন্য ছিলো হাসপাতালের করোনা ইউনিট।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  গেলো একদিনে ২৪ ঘণ্টায় রামেকে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। এদের মধ্যে দুজনই পুরুষ। 

তিনি আরও জানান, ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৮ জন রোগী। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। এছাড়া গেলো ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। 

রাজশাহী জেলার ৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৬৯ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৫টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা ধরা পড়েছে। নাটোর জেলায় করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। এছাড়া জয়পুরহাট জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন