আর্কাইভ থেকে বাংলাদেশ

পেরুর নাজকাতে বিমান বিধ্বস্ত, নিহত ৭

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পেরুর অন্যতম নাজকা লাইনস দেখতে গিয়ে এক ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। গেলো শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নাজকা শহরে এ ঘটনা ঘটে। 

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ এবং সরকারের দেয়া এক বিবৃতির বরাতে এ খবর নিশ্চিত করেছে রয়টার্স। এর মধ্যে পাঁচজন পর্যটক, বাকি দুইজন ক্রু।  

এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা ২০৭’ মডেলের এয়ারক্রাফটটি। দুর্ঘটনায় এর কোনো আরোহী বেঁচে নেই। কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। 

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এদগার ইস্পিনোজা সাংবাদিকদের জানিয়েছেন, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

নাজকার প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতি বছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন