আর্কাইভ থেকে আইন-বিচার

মুন্সীগঞ্জে হত্যার ঘটনায় ৫ বছর পর অভিযুক্তের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জে স্কুলছাত্রী লায়লা আক্তার লিমুকে (১৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত খোকনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট নিখোঁজ হন লিমু। দুদিন পর বাড়ৈখালী বাজার সংলগ্ন ইছামতি নদীর পাড় থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকনকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। তদন্তে লিমুকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লাবলু মোল্লা গণমাধ্যমে জানান, পাঁচ বছর আইনি লড়াই শেষে অবশেষে রায় দেয়া হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৩০২ ধারায় আসামির মৃত্যুদণ্ড ও মরদেহ গুম করার ২০১ ধারায় সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, রায় ঘোষণায় সন্তুষ্টির কথা জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার সময় আসামি খোকন আদালতে উপস্থিত ছিল, পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন