আর্কাইভ থেকে জাতীয়

তথ্য কমিশনার হলেন মাসুদা ভাট্টি ও শহীদুল আলম

সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুককে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।

মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন। আর আগের তথ্য কমিশনার ড. আবদুল মালেক ২১ মার্চ প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। ফলে এই তথ্য কমিশনারের শূন্যপদে নিযুক্ত হন শহীদুল আলম ঝিনুক।

প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুযায়ী তথ্য কমিশনার পদে নিযুক্তির মেয়াদ পাঁচ বছর অথবা তাদের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ১০ম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। এ ছাড়া জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান তিনি।

আর বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করে আসা রাজনৈতিক বিশ্লেষক এবং গ্রন্থকার মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন