আর্কাইভ থেকে বাংলাদেশ

গভীর কূপ থেকে জীবিত উদ্ধার সম্ভব হলো না শিশু রায়ান’কে

টানা পাঁচ দিনের চেষ্টার পর মরক্কোর গভীর কূপে আটকেপড়া ৫ বছর বয়সী শিশু রায়ানকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। শিশু রায়ানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মরক্কোর রাজপরিবার।

উদ্ধারের পর আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত মরক্কোর চেফচাওয়েন শহর। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে অক্লান্ত চেষ্টার পর গভীর কূপ থেকে শিশু রায়ানকে উদ্ধার করার পর ঘটনাস্থলজুড়ে ছিল শুধুই জয়ধ্বনি।

কূপ থেকে বের করার পরপরই দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমের কাছে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

পরে এক বিবৃতিতে মরক্কোর রাজপরিবার থেকে শিশু রায়ানের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তার মৃত্যুতে শোক জানান মরক্কোর রাজা মোহাম্মদ।

শনিবারও পঞ্চম দিনের মতো রায়ানকে জীবিত উদ্ধার করতে শ্বাসরুদ্ধকর অভিযান চালায় মরক্কোর উদ্ধারকারী দলের সদস্যরা।

প্রসঙ্গক্রমে মঙ্গলবার খেলতে গিয়ে হঠাৎই বাড়ির পাশের প্রায় ১০০ ফুট গভীর কূপে পড়ে যায় রায়ান। সে সময় পাশেই কূপ মেরামতের কাজে ব্যস্ত ছিলেন বাবা। বুঝতেই পারেননি ছেলে রায়ান কূপে আটকা পড়েছেন।

জানাজানি হওয়ার পরই তাকে জীবিত উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। তার কাছে পৌঁছাতে বিকল্প কূপ খনন করা হয়। এমনকি পাইপের মাধ্যমে অক্সিজেন ও পানি সরবরাহ করে উদ্ধারকারীরা।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন