আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা উপসর্গ নিয়ে রামেকে ২ জনের মৃত্যু

গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে (রামেক) করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের  মৃত্যু হয়েছে। তবে এ অঞ্চলে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই কিছুটা কমে এসেছে।শনাক্তের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ। 

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৩০৭ টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়াও নতুন ৭ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ১২ জন রোগী।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন