আর্কাইভ থেকে টুকিটাকি

দাঁতেই রয়েছে বড় বড় রোগের তথ্য, জানালেন বিজ্ঞানীরা

দাঁতেই নাকি বড় বড় রোগের তথ্য রয়েছে। সম্প্রতি এক গবেষণা থেকে জানা গেছে এই তথ্য। কিন্তু এ দিয়ে কী হবে জানলে চমকে যেতে পারেন।

আপনার শরীরে বড়সড় রোগ বাসা বেঁধেছে? সে রোগের কথা আপনার দাঁতই বলে দিতে পারে। কারণ দাঁতের মধ্যেই রয়েছে রোগ সম্পর্কে একটি বিশেষ তথ্য।

আর সে তথ্য হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। কোনও নির্দিষ্ট রোগের বিরুদ্ধে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। সেই রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিই দাঁতে জমা হয়‌।

শুধু আজ নয়, একজন মারা যাওয়ার ১০০ বছর পরও দাঁতের ওই অ্যান্টিবডি টাটকা থেকে যায়। মৃত ব্যক্তির কী সংক্রমক রোগ হয়েছিল, তা অ্যান্টিবডি দেখেই বলা যায়। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

৮শ’ বছর আগের এক মানুষের খুলি নিয়ে গবেষণা করা হয়। দেখা যায়, তার দাঁতে এখনও সক্রিয় অ্যান্টিবডি রয়েছে। তা দিয়ে এখনও ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করা সম্ভব।

শুধু তাই নয়, ৪০ হাজার বছর পুরোনো আদিমানবদের দাঁতের এনামেলেও রয়েছে অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি এখনও সক্রিয়ভাবে কাজ করতে পারে। সম্প্রতি ম্যামথ দাঁতের উপর গবেষণা করে জানা গিয়েছে এই তথ্য।

এ সম্পর্কিত আরও পড়ুন