আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপ পিছিয়া যাওয়ার শঙ্কা

আসন্ন এশিয়া কাপ শুরু হতে আর বাকি মাত্র ৪ দিন। প্রথমবারের মতো এশিয়ার এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। এবারের আসরটির আয়োজক যৌথভাবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

কিন্তু টুর্নামেন্টে শুরুর চার দিন আগে শ্রীলঙ্কান দুই ক্রিকেটার আভিষ্কা ফার্নান্দো এবং কুশল পেরেরা করোনা আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

বিশ্বে করোনার প্রাদুর্ভাব এখন অনেকটাই কম। তবে হুট করেই দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার ঘটনাটা হুমকি হয়ে আস্তে পারে পুরো টুর্নামেন্টের জন্য। যে কারণে কিছুটা হলেও শঙ্কা জেগেছে টুর্নামেন্টের আয়োজন নিয়ে।

কেননা এবারের আসরের কেবল চার ম্যাচ বাদে বাকিগুলো হবে শ্রীলঙ্কায়। যদিও এখনও টুর্নামেন্ট পিছিয়ে যাবে কিনা সে নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন