আর্কাইভ থেকে ক্রিকেট

আপাতত এশিয়া কাপ ছাড়া কিছুই ভাবছে না সাকিব

আর ৪ দিন পরেই এশিয়া কাপ। তার কিছুদিন পরেই বিশ্ব ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টের মাঝে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও।

তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আপাতত এশিয়া কাপ নিয়েই ভাবতে চান।  আজ শনিবার এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

সাকিব বলেন, ‘ এখন আমাদের সামনে লক্ষ্য শুধুই এশিয়া কাপ। আপাতত আর কিছু ভাবছি না। এটা শেষ করে এরপর না বিশ্বকাপের পরিকল্পনা করবো। এখন যদি বলতে হয় পরিকল্পনা শুধুই এশিয়া কাপ। আরও সংক্ষিপ্ত করে বললে লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘এমন তো না যে আমরা এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো। বা এমনও না যে এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে খারাপ খেলবো বা ভালো খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। পরিস্থিতি দুটোর সম্পূর্ণই আলাদা। সে কারণে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন