আর্কাইভ থেকে বাংলাদেশ

মিশরকে হারিয়ে স্বপ্নের মুকুট সেনেগালের

সাতবারের আফ্রিকা সেরা মিশরকে টাইব্রেকে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা জিতলো সেনেগাল। নির্ধারিত সময়ে গোল শূন্য শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হয় টাইব্রেকে। সেখানে জয় পায় লায়ন অব তেরাঙ্গারা। 

২০০২ এবং ২০১৯ টুর্নামেন্টের ফাইনালের ট্রাজেডির পর তৃতীয় বারের চেষ্টায় সফল সেনেগাল। দুই লিভারপুল ফরোয়ার্ড সালাহ-মানের ধ্রুপদী লড়াইয়ে শেষ হাসি সাদিও মানের। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর ফাইনালেও টাইব্রেকে গড়ায় মিশরের ভাগ্য। তবে প্রথম দুটোয় মিশর হাসলেও এবার বিপরীত। নায়ক হতে পারেননি ইজিপশিয়ান গোলরক্ষক গাবাস্কি।

অথচ ক্যামেরুনের রাজধানী ইয়োন্দের ওলেম্বে স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটেই সাদিও মানের পেনাল্টি ফিরিয়ে আরও একবার বাধার দেয়াল হয়েছিলেন গাবাস্কি। আসর জুড়ে চার পেনাল্টি ফিরিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। কিন্তু ভাগ্য এদিন সহায় ছিলো না।

শুধু তাই নয় ম্যাচ জুড়ে অসংখ্য শট রুখে দিয়েছেন এই মিশরীয় গোলরক্ষক। শুধু অতিরিক্ত সময়েই বেম্বা ডিংয়ে তিন শট ফিরিয়েছেন গাবাস্কি। আসরে সবচেয়ে বেশি তিন গোল করা সাদিও মানে ফাইনালেও সপ্রতিভ। তবে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি তিনি।

বিপরীতে সেমিফাইনালের মতোই অনেকটা দ্যুতিহীন ছিলেন ইজিপশিয়ান কিং মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত তাই গোলের দেখা পায়নি কোনো দলই।

প্রথম শিরোপা জয়ে আনন্দের বন্যা বইছে সেনেগালজুড়ে। জয়ের সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে উল্লাসে মেতেছেন হাজারো সেনেগালিজ। তবে আগামী মাসেই প্রতিশোধের সুযোগ পাচ্ছে মিশর। বিশ্বকাপ বাছাইয়ের ডাবল লেগ প্লে অফ ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন