বাজারের সিন্ডিকেট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীকে ধরবো। বাংলাদেশের একটা শ্রেণি আছে, যারা দেশের খাদ্যপণ্য নিয়ে ব্যবসা করে। যখনই তারা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ায়, তখনই আমরা আমদানি করি বা বিকল্প ব্যবস্থা নিয়ে থাকি। তখন তারা বাধ্য হয় দাম কমাতে। সাথে সাথে আমরা ব্যবস্থা নেই কাজেই সিন্ডিকেট থাকলে যে ভাঙ্গা যাবে না, তা তো না। সিন্ডিকেটের ব্যাপারে বাণিজ্যমন্ত্রী কিছু বলে থাকলে তাকে ধরা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘কে কতো বড় শক্তিশালী সিন্ডিকেট তা আমি জানি না। এ ব্যাপার আমি দেখবো।’
প্রধানমন্ত্রী আরও বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে হবে। প্রত্যেকে যদি উৎপাদন বাড়াতে পারে তাহলে বাজারের ওপর নির্ভরশীলতা থাকে না। আর নির্ভরশীলতা কমলে এইসব সিন্ডিকেট এমনিও ভেঙ্গে যাবে।