মেসিদের ফুটবল প্রধানের সঙ্গে জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া নাম লিখিয়েছেন আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে জামালের। এবার তিনি দেখা করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।
মঙ্গলবার (২৯ আগস্ট) 'জামাল ভূঁইয়া ৬' জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। জামাল ভুঁইয়া তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন সেই ছবি। ক্যাপশনে লেখেন, 'আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট ক্লদিও 'চিকি' তাপিয়াকে তার অফিসে আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। আমরা দুজনই বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের একে অন্যের প্রতি ভালোবাসার বিষয়ে ঐক্যমত এবং আশা করি ভবিষ্যতে এটা দারুণ কিছু উপহার দেবে আমাদের।' অবশ্য শুধু জামালই নন, একই ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন মেসির দেশের ফুটবল প্রধান নিজেও। জামালের হাত থেকে জার্সি গ্রহণের ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, 'এখানে আসার জন্য ধন্যবাদ। বাংলাদেশিদের আর্জেন্টিনা ফুটবলে স্বাগতম।'