আর্কাইভ থেকে ফুটবল

আতলেতিকো মাদ্রিদের ৭ গোলের রেকর্ড জয়

লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচটি তারা খেলেছে ভায়েকানোর মাঠে। প্রতিপক্ষের মাঠে লা লিগায় এটাই আতলেতিকোর ইতিহাসে সবচেয়ে বড় জয়।

সোমবার রাতে খেলা শুরুর ২ মিনিটেই আঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় আতলেতিকো। এরপর ১৬ ও ৩৬ তম মিনিটে যথাক্রমে গোল করেন মেম্ফিস ডিপাই ও নাহুয়েল মলিনা।   প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা দিয়েগো সিমিওনের দল দ্বিতীয়ার্ধে ৭৩ থেকে ৮৬—এই ১৩ মিনিটের মধ্যে ৪টি গোল করে দলটি। ১৩ মিনিটে গোল চারটি করেন আলভারো মোরাতা (২টি), আনহেল কোরেয়া ও মার্কোস ইয়োরেন্তে।

এই জয়ের পর ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। ৩ ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে জিরোনা ও বার্সেলোনা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন