আর্কাইভ থেকে ফুটবল

মায়ামিতে নাম লেখালেন মেসির ছেলে

মেসির বড় ছেলে থিয়েগো ইন্টার মায়ামির ফুটবল একাডেমিতে অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলবেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

ফ্লোরিডার ফ্র্যাঞ্চাইজি ক্লাবটি ১০ বছর বয়সী থিয়েগোকে ফুটবল অ্যাকাডেমির অনূর্ধ্ব-১২ দলের প্রজেক্টে রাখা হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের বড় ছেলে ফ্লোরিডার ব্লু ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করবে। ঠিক তার পাশেই জেরার্দো টাটা মার্টিনোর অধীনে অনুশীলন করেন মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবারা।

তবে ইন্টার মায়ামি জার্সিই প্রথমবার গায়ে তুলবে না থিয়েগো, এর আগে বার্সেলোনায় ৬-৮ বছর বয়সীদের নিয়ে বার্সা এসকোলা প্রজেক্টের অধীনেও সে ট্রেনিংয়ে অংশ নিয়েছিল।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন