আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপ শুরুর আগের দিন দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

আগামীকাল বুধবার থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আসরের অন্যতম আয়োজকও তারা। কিন্তু দল ঘোষণা করলো আসর শুরু আগের দিন।

আজ মঙ্গলবার এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে দলে জায়গা পাননি লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এছাড়া দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার ইনজুরিতে ছিটকে যাওয়ার শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে হবে কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানার।

শ্রীলঙ্কার এশিয়া কাপের দল: দাশুন শানাকা, পাথুন নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাশুন রাজিথা, বিনোরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন