প্রথম দুই ম্যাচে রাহুলকে পাচ্ছে না ভারত
ইনজুরি আক্রান্ত জানার পরও লোকেশ রাহুল এবং শ্রেয়াশ আইয়ারকে স্কোয়াডে রেখেছিল ভারতীয় নির্বাচক প্যানেল। আশা করা হচ্ছিল, মূল টুর্নামেন্ট শুরুর আগে হয়তো পুরোপুরি ফিট হয়ে যাবেন তারা। কিন্তু রাহুলকে পাকিস্তান ও নেপালের সঙ্গে ম্যাচে পাচ্ছে না ভারত।
মঙ্গলবার (২৯ আগস্ট) কোচ রাহুল দ্রাবিড় নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি জানান, অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবেন কি না, তাই আগেই বলে দিই। রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না ও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে, ও সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে ওকে।
আইপিএলে খেলার সময় ইনজুরিতে পড়েন রাহুল। এরপর চোট থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটও করছিলেন তিনি। ওই সময়ে আবারও চোটে পড়েন এই ব্যাটার। মূলত নতুন এই ইনজুরির কারণে দক্ষিণ এশিয়ার রাজমুকুট জয়ের মিশনে খেলা হচ্ছে না তার।