রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকভের বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।
ওই অঞ্চলের গভর্নর বলেছেন, রুশ সামরিক বাহিনী একটি হামলা প্রতিহত করেছে। তিনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে একটি বড় অগ্নিকাণ্ড আর গোলাবর্ষণের দৃশ্য দেখা যাচ্ছে এবং একটি বিস্ফোরণও শোনা যায়।
একটি অসমর্থিত রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি ইলিউশিন-৭৬ পরিবহন বিমান বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার পসকভ শহর ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে। এটা এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত অঞ্চল।
এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস দেশটির জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে বলেছে, বুধবার ভোরে চারটি ভারী ইলিউশিন-৭৬ পরিবহন বিমান ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো দীর্ঘ দিন ধরে রাশিয়ান সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০কিলোমিটার দূরে অবস্থিত পসকভের বিমানবন্দরে এ হামলার ঘটনা সংঘটিত হয়।
ইউক্রেন এই ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা জানায়নি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে দেশটি সাধারণ তেমন কোনো মন্তব্য করে না।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য বিস্ফোরক ড্রোনের ব্যবহার বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র : আল-জাজিরা, বিবিসি