এশিয়া কাপে লিটনের জায়গা নিচ্ছেন যে ক্রিকেটার
অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি আরও জানিয়েছে আজই দলের সঙ্গে যোগ দেবেন বিজয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, লিটনের শারিরীক অবস্থা বিবেচনায় ওকে নিয়ে আমরা রিস্ক নিতে চাচ্ছি না। বিজয়কে আমরা ওর বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছি।