রেললাইনের ওপর ফ্রী ফায়ার খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ল তরুণ
কানে হেডফোন দিয়ে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে আফিয়ান ইসলাম সাকিব (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে রংপুর নগরীর সাতমাথার রেল ক্রসিংয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাকিব পার্শ্ববর্তী আঙুর মিয়া ব্রিজের পাড়ে বাড়ি।
স্থানীয়রা বলেন, রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সাতমাথা অতিক্রম করছিল। এমন সময় সাকিব নামের ওই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। এজন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়।
ট্রেনে কাটা পড়ার আগে তার সঙ্গে আরো কয়েকজন যুবক ছিল। তারা জানায় সাকিব মোবাইলে ফ্রি ফায়ার খেলছিল।
রংপুর রেলওয়ে সুপারিন্টেন্ডেন্ট শংকর গাঙ্গুলি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনা জানার পর পরই রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। কেননা আইনগত পদক্ষেপ রেলওয়ে পুলিশ নেন।