কুমিল্লায় হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লার চান্দিনায় সহিদ উল্লাহ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন, স্ত্রী হাছনেয়ারা বেগম, মো. আমির হোসেন, মো. শাহজাহান (পলাতক) ও মো. মোস্তফা (পলাতক) প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
একই মামলায় অপর আসামি মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি মো. মোস্তফা ও মো. শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন না। অপর তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।