আর্কাইভ থেকে ক্রিকেট

এবার শঙ্কা মুস্তাফিজকে নিয়ে

পিঠের ইনজুরিতে এশিয়া কাপের দলে নেই তামিম ইকবাল। এরপর একে একে ছিটকে গেছেন এবাদত হোসেনের ও লিটন কুমার দাস। একের পর এক ইনজুরিতে যখন বাংলাদেশ দল জর্জরিত, সে সময় নতুন করে ইনজুরির খবর মুস্তাফিজুর রহমানকে নিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (২৯ আগস্ট) প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ। অনুশীলনের এক পর্যায়ে হাতে চোট পান বাঁহাতি এই টাইগার পেসার।

তাৎক্ষণিকভাবে শঙ্কা জাগে লঙ্কানদের বিপক্ষে ফিজের সার্ভিস পাওয়া নিয়ে। কিন্তু অনুশীলনের পর আশার বাণী শুনিয়েছে ক্রিকেট বোর্ড। মুস্তাফিজের চোট গুরুতর না হওয়ায় ভয়ের কিছু নেই বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে ম্যাচের আগেই পুরোপুরি সেরে উঠবেন তিনি, সেটিও নিশ্চিত করা হয়েছে।

পাল্লেকেলেতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের চলতি বছরের আসর শুরু হবে টাইগারদের।

 

এ সম্পর্কিত আরও পড়ুন