আর্কাইভ থেকে বাংলাদেশ

মাছ ধরতে গিয়ে বিদ‍্যুৎপৃষ্ঠে হয়ে দাদা- নাতির মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে। 

আজ মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেলে  দাদা-নাতি এক সাথে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ।

নিহতরা হলেন, ওই গ্রামের  মৃত গফুর মন্সির ছেলে এমদাদুল হক (৬১) ও তার নাতি রাকেশ মিয়া (৭)। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানান  , বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ‍্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচ দিয়ে মাছ ধরতে যান এমদাদুল হক। বিদ‍্যুতের তারে লিক থাকায় পানিতে নামলে তিনি  বিদ‍্যুতায়িত হন। এসময়  নাতি রাকেশ দাদাকে ধরলে বিদ‍্যুতায়িত হয়েই ঘটনাস্থলেই দুজনে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং  উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

এব্যাপারে  ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন