খালেদা ও জিয়াউর রহমানের আমলে নির্বাচন ছিলো প্রহসন : প্রধানমন্ত্রী
খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আমলে নির্বাচন ছিলো প্রহসন। বিরোধী দলের নেতৃত্ব বলে কিছু নেই। বিদেশ থেকে সাজা প্রাপ্ত আসামি যে দলের নেতৃত্ব দেয়, জনগণ তাদের ভোট দেবে না। তারা নির্বাচন চায় না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শপথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৩ বছর দেশে গণতন্ত্রের ধারা অব্যহত রয়েছে, যার ফলে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই গতিধারা যেন থেমে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করতে হবে।
শেখ হাসিনা বলেন, করোনার কারণে শিশুদের লেখা পড়া ব্যাহত হচ্ছে। এমন ভাবে দেশের কাঠামো রেখে যেতে চাই যেন প্রজন্মের প্রজন্ম সেটা স্মরণ রাখে।