চ্যাম্পিয়নস লিগের ড্র: কঠিন গ্রুপে পিএসজি
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে কঠিন গ্রুপে পড়েছে মেসি-নেইমারের সদ্য সাবেক ক্লাব পিএসজি। তুলনামূলক সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ‘এফ’ গ্রুপে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে আছে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির এসি মিলান ও ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড।
গ্রুপ-এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
গ্রুপ-বি: আর্সেনাল, সেভিয়া, পিএসভি আইন্দহোভেন, লাঁস
গ্রুপ-সি: রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ-ডি: ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ-ই: আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ-এফ: পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল
গ্রুপ-জি: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
গ্রুপ-এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ার্প