অস্কারে মনোনিত বাঙালি পরিচালকের ‘রাইটিং উইথ ফায়ার’
গেলো মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত হয়েছে ৯৪ তম অস্কার মনোনয়নের তালিকা। আশা ছিলো শেষ পাঁচে জায়গা হবে ভারতীয় চলচ্চিত্র ‘জয় ভীম’- এর। কিন্তু তার পরিবর্তে ডকুমেন্টারি ফিচার বিভাগে শেষ পাঁচে জায়গা পেয়েছে দুই ভারতীয় পরিচালকের তৈরি ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। তাদের মধ্যে এক জন আবার বাঙালি, নাম সুস্মিত ঘোষ।
এক নিপীড়িত মহিলা সাংবাদিককে নিয়ে তৈরি দিল্লির পরিচালক রিন্টু এবং সুস্মিত ঘোষের ‘রাইটিং উইথ ফায়ার’ চলচ্চিত্রটি। ২০২২ সাল থেকে নিপীড়িত এ মহিলা কিভাবে গ্রামের একটি সংবাদপত্রকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই বিষয় নিয়েই ‘রাইটিং উইথ ফায়ার’। দুই পরিচালকেরই এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের তথ্যচিত্র।
এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সাফল্য অর্জন করেছে এ তথ্যচিত্র। এখন পর্যন্ত মোট ২০টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘রাইটিং উইথ ফায়ার’। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে অস্কার মনোনয়নে ভারতীয় দর্শকদের আশা যুগিয়েছিল ‘জয় ভীম’, রাতে সেই আশা ভেঙ্গে যায়। এখন দেখার পালা বাঙালি পরিচালকের এ চলচ্চিত্রটি অস্কারের মঞ্চে নিজের জায়গা করে নেয় কিনা।
অনন্যা চৈতী