আর্কাইভ থেকে ফুটবল

মরক্কো নয়, স্পেনের হয়ে খেলবেন ইয়ামাল

বার্সেলোনা হয়ে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয়ে বেশ ফুটবল বিশ্বে বেশ আলোড়ন তুলেছিলেন লামিনে ইয়ামাল। এবার তিনি ডাক পেলেন স্পেন জাতীয় দলের হয়ে। ইয়ামালকে স্পেনের মতো দলে চেয়েছিল মরক্কোও। তবে আটলাস লায়ন্সদের তাঁকে পাওয়ার আশা পূরণ হয়নি।

গতকাল শুক্রবার ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দি লা ফুয়েন্তে। ঘোষিত দলে ফুয়েন্তে রেখেছেন ইয়ামালকে।

বাবা মরোক্কান হলেও ইয়ামালের জন্ম স্পেনেই। ২০০৭ সালের ১৩ জুলাই কাতালুনিয়ান শহর মাতারোয় জন্ম তাঁর। ইয়ামালের বেড়ে ওঠাটাও স্পেনেই।

২০১৪ সালে মাত্র সাত বছর বয়সে ফুটবল পায়ে যাত্রা শুরু করেন ইয়ামাল। বার্সার বয়সভিত্তিক দলের সঙ্গে শুরু করেন অনুশীলন। তবে বাবা মরোক্কান হওয়ায় ইয়ামালকে দলে চেয়েছিল সে দেশের ফেডারেশন।

এ সম্পর্কিত আরও পড়ুন