আর্কাইভ থেকে বাংলাদেশ

শীর্ষে কুমিল্লা, বিপদে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ  (বিপিএল) ঢাকা পর্বে আজ শুক্রবার (১১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ঝড় তোলেন খুলনার ক্যারিবিয় ব্যাটার আন্দ্রে ফ্লেচার। চলতি টুর্নামেন্টের দেশি তরুণদের মধ্যে বল হাতে লাইমলাইটে আসা নাহিদুলের করা ওভারটিতে দুই ছক্কা ও দুই ডাবলে তুলে নেন ১৬ রান। তবে ছন্দটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি  খুলনা। 

আসরের সর্বোচ্চ উইকেটশিকারি মুস্তাফিজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট হারায় দলটি। প্রথম শিকার রনি তালুকদার। দ্বিতীয় শিকার ভয়ঙ্কর হয়ে উঠার ইঙ্গিত দেওয়া ফ্লেচার। এর মধ্য দিয়ে চলতি বিপিএলে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়াল ১৭টি। 

দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি দলপতি মুশফিকুর রহিমও। আবু হায়দারের বলে নারিনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। এছাড়া সৌম্য ও ইয়াসির আলিরা শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। কুমিল্লার বড় টার্গেট তাড়া করতে নেমে খুলনা গুটিয়ে যায় মাত্র ১২৩ রানে।

ব্যাট হাতে তাণ্ডবের পর বল হাতেও ছড়ি ঘোরালেন মঈন আলী। চার ওভার বল করে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান দুই উইকেট। লিটন-মঈনের ব্যাটে বিশাল স্কোর গড়ার পর বল হাতে শুরুতেই খুলনা টাইগার্সের কোমর ভেঙে দেন মুস্তাফিজুর রহমান। সেই ধাক্কা সামলাতে না পেরে খুলনা হেরে যায় ৬৫ রানের ব্যবধানে। প্লে অফ নিশ্চিত করে ফেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা খুলনার প্লে-অফ শংকা আরও বেড়ে গেল। সমান ৮ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবু হায়দার নেন ১৯ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট নেন নাহিদুল, মুস্তাফিজ। 

এর আগে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তোলে কুমিল্লা। লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৪ রান। স্টাইলিস্ট এই ওপেনার স্ট্রাইকরেট ছিলো ২৪১.১৭। পরে মিডল অর্ডারে নেমে ঝড় তোলেন মঈন আলী। এই দুজনের ব্যাটে খুলনা টাইগার্সের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভিক্টোরিয়ান্স। ৩৫ বলে ১ চার ৯ ছক্কায় ৭৫ রান করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন