আর্কাইভ থেকে জাতীয়

এখনই বাস চলছে না এক্সপ্রেসওয়েতে, কারণ জানালো বিআরটিসি

এক্সপ্রেসওয়েতে বাস কোনদিক থেকে উঠবে, কোনদিক দিয়ে নামবে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। এজন্য কিছুটা সময় লাগবে। তাই এখনই এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হচ্ছে না। জানালেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

রোববার (০৩ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তাজুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়েতে ওঠানামার বিষয়টি পর্যবেক্ষণ করার পরে সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী এবং সেতু সচিবের সঙ্গে আলোচনা করে বাস চালানোর তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে রোববার এক্সপ্রেসওয়েতে বাস চালানোর কথা জানায় বিআরটিসি। প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে বলেও জানানো হয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিসি।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে তা উন্মুক্ত করে দেওয়া হয়।

ওইদিন বিআরটিসি চেয়ারম্যান জানান, গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে বিআরটিসির ৭৯টি বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন