এশিয়া কাপে খেলবেন লিটন
জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে সেই দিনই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছিলেন নতুন করে ডাক পাওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়। এখন জ্বর থেকে সুস্থ হয়েছেন লিটন। খেলার জন্য ফিট রয়েছেন বলে জানা গেছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানান, 'লিটন সুস্থ আছে। তাকে পাঠানো যায় কিনা সেটা নিয়ে আমরা আলাপ করছি।
জানা গেছে, আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রাতেই দলে যোগ দিতে পাকিস্তান রওয়ানা দেবেন লিটন।
এদিকে, গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ দল এখন নিশ্চিত করেছে সুপার ফোর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ রয়েছে ভারত-পাকিস্তানের মতো বড় দল।
সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের আগেই দলের শক্তি বৃদ্ধি করতে লিটনকে ফের দলে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে ঢাকা ছাড়বেন এই বাংলাদেশি ওপেনার।