আর্কাইভ থেকে দেশজুড়ে

শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজউদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী। এসময় তিনি শব্দ দূষণ সৃষ্টি ও কুফল, দূষণ থেকে মুক্ত থাকার উপায় এবং করণীয় বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া বক্তব্য রাখেন।

কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শব্দ দূষণের ফলে সৃষ্ট সমস্যা ও উত্তরণ এবং নিয়ন্ত্রণ বিষয়ে নানা প্রশ্ন করেন। পরে শিক্ষাথীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা। দিনব্যাপী প্রশিক্ষণে জেলা শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন