শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে নৃ-তাত্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৩০ টি বাই সাইকেল,শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলায়নতনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দের অর্থে এবং উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিতরণ করা হয়েছে।
তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকাব্বির হোসেন খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনার্থ বসাক, তাড়াশ আদিবাসি বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিরেন্দ্রনার্থ প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দ থেকে প্রাপ্ত অর্থে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নৃ- তাত্তিক শিক্ষার্থীদের মাঝে ৩০ টি বাই সাইকেল। প্রাথমিকে ৪০ জনকে ২৪০০ টাকা মাধ্যমিক ২০ জনকে ৬০০০ টাকা ও উচ্চ মাধ্যমিক ১০ জনের ৯৬০০ টাকা করে শিক্ষা বৃত্তি টাকা বিতরণ করা হয়।