আর্কাইভ থেকে বাংলাদেশ

শতভাগ পাস ১৯৩৪টি কলেজ

এইচএসসি ও সমমান ২০২১ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী শতভাগ পাস করেছে। আর কেউ পাস করেনি পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ। 

সবমিলিয়ে ১১টি বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন