আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি: জন কিরবি

বাংলাদেশের আসন্ন নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি।

স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের তিনি এ কথা বলেন।

জন কিরবি, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

আসিয়ান সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের যোগদান এবং আসন্ন জি২০ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণ উপলক্ষে হোয়াইট হাউসের ফরেন প্রেস সেন্টারে এ ব্রিফিং হয়।

বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে উল্লেখ করে কিরবি বলেন, ‘আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

বাংলাদেশে বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আইনি হয়রানি করা হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন নিয়েও জন কিরবির দৃষ্টি আকর্ষণ করেন প্রশ্নকারী এক সাংবাদিক।

তবে এ প্রসঙ্গটি এড়িয়ে যান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক এ সমন্বয়কারী।

এ সম্পর্কিত আরও পড়ুন