ছাত্রী হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক বরখাস্ত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি শাখা ক্যাম্পাসের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেয়া রায় চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, গতকাল রাতে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা যায়, ওই শিক্ষক প্রাইভেট পড়ানোর ফাঁকে বিভিন্ন সময় ওই ছাত্রীকে অশালীন খুদে বার্তা পাঠান বলে অভিযোগ করা হয়।
এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেয়া রায় চৌধুরী বলেছিলেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির (ঢাকা বিভাগীয় কমিশনার) কাছে অভিযোগ দেওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে ক্লাস থেকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছিল।