মন্ত্রিপরিষদ সচিব ও ইসি রাশেদা হাসপাতালে ভর্তি
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে তারা দুই জনই হাসপাতালে ভর্তি আছেন। ডেঙ্গু টেস্ট করা হয়েছে কিন্তু নেগেটিভ এসেছে। তারা এখন ভাল আছেন।
এর আগে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (যুগ্ম-সচিব) কাজী শাহজাহান বলেন, জ্বর ও কাশি হওয়ায় আজ সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।