৬ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীর চরজব্বর থানার প্রতিবন্ধী ধর্ষণ মামলার ৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীম খলিল সোহেলকে (৩১) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইব্রাহীম খলিল সোহেল সূবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তাকে রাতেই চরজব্বর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার গভীর রাতে বেগমগঞ্জের চৌরাস্তা থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইব্রাহীম খলিল সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ জুন ইব্রাহীম খলিল সোহেল চরজব্বর এলাকার শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশেরীকে (১৫) ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিলে আদালত আসামিকে যাবজ্জীবন সাজা দেন। এদিকে ঘটনার পর থেকে আসামি ইব্রাহীম খলিল সোহেল পলাতক।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, ধর্ষণ মামলায় দণ্ডিত আসামি ইব্রাহীম খলিল সোহেলকে শুক্রবার সকালে কারাগারে পাঠানো হবে।