ফেইসবুকে ব্যস্ত থাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু
মোবাইলে ফেসবুকে ব্যস্ত থাকায় নাটোরের লালপুরে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার বন্ধু এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
দুর্ঘটনায় নিহত তরুণের নাম রাকিবুল ইসলাম ওরফে রকি (২০)। আর আহত তরুণের নাম সাকিব হোসেন (২১)। তারা দুজনই উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
গেলো রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিষপুর গ্রামের আবদুলপুর-আজিমনগর রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ।
আহত সাকিবের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, তারা দুই বন্ধু রেললাইন ধরে হাঁটছিলো। তারা দুইজনই মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। ওই সময় ট্রেন পেছন এসে ধাক্কা দেয়। দুজনই রেললাইনের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়। সাকিবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে সাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আবদুলপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার ইমদাদুল আলম বলেন, রাতেই ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
তাসনিয়া রহমান