কে এই যুবক! ফের চর্চায় শ্রাবন্তী
ব্যক্তিগত জীবন, বিবাহ, প্রেম— সব মিলিয়ে শিরোনামের শীর্ষে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার তাকে নিয়ে চর্চার শীর্ষে তার শেয়ার করা ইনস্টাগ্রামের ছবি।
সম্প্রতি শ্রাবন্তীকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। ইনস্টাগ্রামে শ্রাবন্তীর সঙ্গে ওই যুবকের ছবি শেয়ার হওয়ার পর থেকেই ধীরে ধীরে ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, যুবকটির নাম সোহেল দত্ত। সোহেল একজন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। টেলিভিশন সিরিয়াল থেকে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। আর শ্রাবন্তী ও সোহেলের মধ্যে ভাইবোনের সম্পর্ক রয়েছে।
ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা থেকে কটাক্ষ। নেটিজেনদের একাংশ ছবি দেখে প্রশংসা করলেও অনেকেই কটাক্ষ করে বাজে মন্তব্য করেছেন।
কেউ করছেন বাজে মন্তব্য, কেউবা করছেন প্রশংসা। তবে শ্রাবন্তী বা যুবকটি কেউ-ই এই কটাক্ষের কোনো উত্তর দেননি।
তাসনিয়া রহমান