শ্রীলঙ্কার কাছে হেরে রিয়াদকে নিয়ে যা বললেন পাপন
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই ছিল একমাত্র ভরসা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সে সুযোগ হারিয়েছে টাইগাররা। ফলে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকেও।গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেদিয়ামের গ্যালারিতে বসে দেখেছেন নাজমুল হাসান পাপন। পরে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
মাহমুদুল্লাহ রিয়াদের যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন শামীম পাটোয়ারী। সংকটময় অবস্থায় আউট হয়েছেন ১০ বল খেলে মাত্র ৫ রান করেই।
বিসিবি সভাপতিকে কাল প্রশ্ন করা হয়েছিল, এমন অবস্থায় রিয়াদ থাকলে টাইগাররা জয় পেত কিনা। এমন প্রশ্নের উত্তর অবশ্য সরাসরি দেননি পাপন। তিনি বলেন, এটা বলা মুশকিল। রিয়াদ নিঃসন্দেহে খুবই ভালো ব্যাটার, এটাতে কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কার ম্যাচের কথা যদি বলি হতে পারতো। রিয়াদ যেহেতু আগের সিরিজগুলোতে ছিল না, হঠাৎ করে তাকে এশিয়া কাপ খেলানোটাও ঝুঁকি ছিল। তবে তার সামনে সুযোগ রয়েছে।
এশিয়া কাপে বাংলাদেশ দলের এমন পারফর্ম্যান্স নিয়ে চিন্তার কিছু নেই বলেও দাবী করেন তিনি। তার মতে, তামিম-লিটন-শান্ত থাকার পরও দল হারলে হতাশ হওয়ার ব্যাপার ছিল। দলে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও মত জানান তিনি।