আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে করোনায় বেড়েছে আক্রান্ত-শনাক্ত

চট্টগ্রামে গেলো একদিনে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। তবে আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার বেড়েছে। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ৬ দশমিক ৩১ শতাংশ।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।  

সিভিল সার্জন জানান, সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এদিন অ্যান্টিজেন টেস্টসহ সরকারি-বেসরকারি ১৫টি ল্যাবে ২ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষায় করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ১৩৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৪৯ জন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৫ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন