দেশজুড়ে

ঘন কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম, বেড়েছে শীতের দাপট

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভোর যেন রাতেরই বিস্তৃতি—কুয়াশা কিছুটা পাতলা হলেও বাতাসে লুকিয়ে থাকে হিমের কামড়। তিন দিন ধরে এলাকা ঢেকে রাখা ঘন কুয়াশা আজ তুলনামূলক কম হলেও শীতের তীব্রতায় স্বস্তির কোনো ছাপ নেই। উত্তরের হিমেল বাতাস সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বাড়িয়ে তোলে অস্বস্তি, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবনে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বইছে উত্তরের বাতাস, যা শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে রাতে এবং ভোরে অনুভূত হচ্ছে তীব্র ঠান্ডা, যা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে দরিদ্র, দিনমজুর ও আশ্রয়হীন মানুষরা।

নাগেশ্বরীর কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর এলাকার এক দিনমজুর জানান, কয়েক দিন ধরে শীত বাড়ায় ভোরে কাজে বের হওয়া বেশ কষ্টকর হয়ে উঠেছে। ঠান্ডার কারণে তাকে দেরিতে কাজে যেতে হচ্ছে, আর এতে দৈনিক আয়ের ওপর প্রভাব পড়ছে।

বাহের কেদার এলাকার এক ভ্যানচালক বলেন, সকালে বের হলে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ঘন কুয়াশায় সামনে দেখা কঠিন হওয়ায় তিনি বাধ্য হয়ে পরে কাজে নামেন, ফলে আগের তুলনায় রোজগার কমে গেছে।

এক অটোরিকশাচালক জানিয়েছেন, শীতের তীব্রতায় যাত্রী কমে যাওয়ায় তাদের চলাফেরা আরও কঠিন হয়ে পড়েছে।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, আগামী দিনে কুয়াশা ও শীত—দুটি প্রবণতাই বাড়তে পারে কুড়িগ্রামে।

শীতের এই অগ্রযাত্রায় কুড়িগ্রামের মানুষের দিনযাপন আরও কঠিন হয়ে উঠছে, আর তারা তাকিয়ে আছে উষ্ণতার সামান্য ছোঁয়ার অপেক্ষায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন