সৌদি যুবরাজের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোববার (১০ সেপ্টেম্বর ২০২৩) দিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে জি২০-র শীর্ষ সম্মেলনের দ্বিপাক্ষিক সভা কক্ষে সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এ সময় ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।
এদিকে ভারত সফরের শেষ দিনের শুরুতে বিশ্বনেতাদের সঙ্গে দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান ভারতের সরকারপ্রধান নরেন্দ্র মোদি।
সম্মেলনের শেষ দিনে সমাপনী অধিবেশনসহ বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।