আর্কাইভ থেকে বাংলাদেশ

খেলোয়াড় নয় কোচ হয়ে জাতীয় দলে ফিরছেন রাজিন সালেহ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহর ক্যারিয়ারের শেষটা ভালো হয়নি। খেলোয়াড়ি জীবনে ফিল্ডার হিসেবে বিখ্যাত ছিলেন। অনেকেই তাকে দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডার বলে থাকে। তার হাতেই আগামী দুই সিরিজের জন্য জাতীয় দলের ফিল্ডিং বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে রাজিন সালেহ ২২টি টেস্ট খেলেছেন। ৪৬ ইনিংস ব্যাট করে ২৫.৯৩ গড়ে তার সংগ্রহ ১১৪১ রান। সর্বোচ্চ ৮৯। ৪৩ ওয়ানডের ৪৩ ইনিংসে করেছেন ২৩.৯২ গড়ে ১০০৫ রান। সর্বোচ্চ অপরাজিত ১০৮*। ক্যারিয়ারে সেঞ্চুরি এই একটিই, ফিফটি ছয়টি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন